ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটে আগুন

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৭:০৭, ২ মার্চ ২০২৪

আপডেট: ১৭:৩০, ২ মার্চ ২০২৪

নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটে আগুন

ছবি: ডেইলি মেসেঞ্জার

রাজধানীর নীলক্ষেতে গাউসুল আজম মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করেছে।

শনিবার (২ মার্চ) বিকেল সাড়ে ৪টায় আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে পৌঁছে অল্পক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয় কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার অফিসার এরশাদ হোসেন বলেন, বিকেল সাড়ে ৪টায় নিউমার্কেট গাউসুল আজম মার্কেটের দোকানে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করেছে। 

ছবি: ডেইলি মেসেঞ্জার

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আগুন লাগার পর গাউসুল আজম মার্কেটের আশপাশের বইয়ের দোকান ও ছাপাখানা বন্ধ রাখা হয়েছিল।

এর আগে গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর বেইল রোডে অবস্থিত গ্রিন কোজি কটেজ ভবনে লাগা আগুনে এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অন্তত ২০ জন। যাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

মেসেঞ্জার/হাওলাদার