ছবি: সংগৃহীত
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ পাচ্ছেন। এর মধ্যে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বুধবার (২৪ এপ্রিল) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে। সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয় ও সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রটি জানিয়েছে, হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন আপিল বিভাগে নিয়োগ পেতে যাচ্ছেন।
বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে পাঁচজন বিচারপতি রয়েছেন। তিনজনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়াবে আটজনে।
মেসেঞ্জার/দিশা