ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

বেতন না দিয়ে কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ 

হাসান সিকদার 

প্রকাশিত: ১৬:০২, ২৪ এপ্রিল ২০২৪

বেতন না দিয়ে কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ 

ছবি : ডেইলি মেসেঞ্জার

গাজীপুর সদরের সুরাবাড়ি এলাকায় ড্যানিস নিট ওয়্যার লিমিটেড নামক একটি পোশাক কারখানার মালিকানা পরিবর্তনের অভিযোগে তাদের চাকরি পূর্ণবহালের দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। 

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে ঢাকার কাকরাইলে অবস্থিত শ্রমভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ভুক্তভোগী শ্রমিকরা। 

বিক্ষুব্ধ শ্রমিকরা জনান, অনতিবিলম্বে তাদের চাকরি পূর্ণবহাল করতে হবে, অথবা তাদের পাওনা বেতন বোনাস দিয়ে দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন শ্রমিকরা। এদিকে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত  আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না বলেও জানান তারা। 

কারখানার নারী শ্রমিক কুলসুম জানান, ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় আসছি ফ্যক্টরিতে কাজ করতে আইসা শুনি তিনদিনের ছুটি বাড়ায়ছে ছুটি শেষ করে দেখি গার্মেন্টস এখনো বন্ধ।  পরে জানতে পারলাম মালিক বিক্রি করে বিদেশে গেছে। এখন আমরা কই যাবো আমাগো চাকরি দিবে কে? 

আন্দোলনরত শ্রমিক শুক্কুর বেতন বোনাসের দাবি তুলে বলেন, আমরা এখন চাকরি হারা, সংসার কিভাবে চলবে জানিনা আমরা চাই আমদের পুনরায় কাজ করার সুযোগ দেওয়া হোক। অথবা  অন্যকোথাও চাকরি না পাওয়া পর্যন্ত অগ্রিম বেতন বোনাস দেয়া হোক। এই দাবি না আদায় না হলে আন্দোলন থেকে সরে যাবো না।

মেসেঞ্জার/সজিব