ছবি : সংগৃহীত
প্রচণ্ড গরমে উচ্চ আদালতে মামলার শুনানিকালে আইনজীবীদের পোশাক পরিধানে শিথিলতা জারি করা বিজ্ঞপ্তির কার্যকারিতা বাতিল করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বুধবার (১৫ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ২০ এপ্রিল এক বিজ্ঞপ্তি দিয়ে উচ্চ আদালতের উভয় বিভাগের আইনজীবীদের কালো কোটের ওপর কালো গাউন পরিধানে বাধ্যবাধকতায় শিথিলতা জারি করে কোর্ট প্রশাসন।
তবে সেই বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করে নতুন করে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলা শুনানিকালে আইনজীবীদের গাউন পরিধানের আবশ্যকতা শিথিল করে জারি করা বিজ্ঞপ্তির কার্যকারিতা রহিত করা হলো। এ নির্দেশনা ১৯ মে থেকে কার্যকর হবে।
প্রসঙ্গত, গত ৪ এপ্রিল পৃথক এক বিজ্ঞপ্তি দিয়ে অধস্তন আদালতের আইনজীবী ও বিচারকদের কালো কোট ও গাউন পরার আবশ্যকতা শিথিল করা হয়েছিল।
মেসেঞ্জার/আজিজ