ঢাকা,  মঙ্গলবার
০১ জুলাই ২০২৫

The Daily Messenger

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড,পুড়লো দোকান-বসতঘর

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫২, ৩১ অক্টোবর ২০২৪

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড,পুড়লো দোকান-বসতঘর

ছবি : মেসেঞ্জার

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬টি বসতঘর, ১২টি দোকান পুড়ে গেছে। এ ঘটনার পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় রোহিঙ্গাদের প্রচেষ্টায় আধা ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পে ২৬ সি ব্লকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নয়াপাড়া ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি বদরুল ইসলাম।

মাঝি বদরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে হঠাৎ করে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্প ২৬ এর সি ব্লকে আগুনের সুত্রপাত হয়। পরে স্থানীয় রোহিঙ্গা ও ফায়ার সার্ভিস সদস্যরা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

এ সময় ৬টি রোহিঙ্গা বসতি ও ১২টি দোকান পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে না আসলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। তবে কিভাবে আগুন লেগেছে তাৎক্ষণিক ভাবে তা জানা যায়নি বলে তিনি জানায়। 

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পে আগুন লাগে। এ ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রোহিঙ্গাদের চেষ্টা মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে সহযোগিতা করে।

মেসেঞ্জার/শহিদুল/তারেক