ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

যে কারণে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন এমপি আনার

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২২:০৫, ২২ মে ২০২৪

যে কারণে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন এমপি আনার

আনোয়ারুল আজীম আনার। ফাইল ছবি

ঝিনাইদহ- (কালীগঞ্জ) আসনের টানা বারের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। গত ১২ মে ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ হন তিনি। বুধবার (২২ মে) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, আনোয়ারুল আজীম ভারতে খুন হয়েছেন। এরপর থেকে উপজেলার সরকারি ভূষণ স্কুলের পাশে অবস্থিত তার বাড়ির সামনে ভিড় জমায় নেতাকর্মীরা। সময় দলীয় নেতাকর্মীরা আনার হত্যার রহস্য উদঘাটন জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জানা গেছে, আনোয়ারুল আজীমের গ্রামের বাড়ি কালীগঞ্জ উপজেলার পার-শ্রীরামপুর গ্রামে। ১৯৮৮ সালে তৎকালীন বিএনপি নেতা পরে আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুল মান্নানের হাত ধরে রাজনীতিতে আসেন। ১৯৯২ সালে কালীগঞ্জ পৌরসভা গঠিত হলে আনোয়ারুল আজীম কাউন্সিলর নির্বাচিত হন। ১৯৯৫ সালে আবদুল মান্নান বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। তখন আনোয়ারুল আজীমও আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তারা দুজনই এলাকায় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এলে আনোয়ারুল আজীম ভারতে চলে যান। সেখানে দীর্ঘদিন অবস্থানকালে তিনি ২০০৪ সালে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর তিনি দেশে ফিরে আসেন।

২০০৯ সালের নির্বাচনে আবদুল মান্নান আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য এবং আনোয়ারুল আজীম কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় তার সঙ্গে আবদুল মান্নানের বিরোধ হয়। ২০১৪ সালে দলীয় মনোনয়ন নিয়ে ঝিনাইদহ- (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন আনোয়ারুল আজীম। এরপর টানা তিনবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

মেসেঞ্জার/হাওলাদার