ঢাকা,  মঙ্গলবার
২২ অক্টোবর ২০২৪

The Daily Messenger

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, যান চলাচলে ধীরগতি

মেসেন্জার অনলাইন

প্রকাশিত: ১৬:৫৮, ১৪ জুন ২০২৪

আপডেট: ১৭:০২, ১৪ জুন ২০২৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, যান চলাচলে ধীরগতি

ছবি : সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের ঢলে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের কুমিল্লার পুরো অংশজুড়েই ধীরগতিতে গাড়ি চলায় ভোগান্তিতে পড়েছে ঘরমুখো মানুষ।

শুক্রবারে (১৪ জুন) সকালের দিকে গাড়ির চাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ছে। জুমার নামাজের পর গাড়ির চাপ তীব্র আকার ধারণ করায় মহাসড়কের উভয় লেনে একই দৃশ্য দেখা গেছে।

মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে শুরু করে পদুয়ার বাজার পর্যন্ত কোনো রকম থেমে থেমে চলছে গাড়িগুলো। বেলা ১১টার দিকে চান্দিনা অংশে বেতন বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করেন গার্মেন্টস শ্রমিকরা। ফলে ১০-১২ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। পরে ঘণ্টা দুয়েক পর অবরোধ তুলে নিলে যানজট কমতে থাকে। তবে হঠাৎ গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ধীরগতির সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশের সমন্বিত ইউনিট কাজ করছে ।

মেসেঞ্জার/মুমু