ঢাকা,  মঙ্গলবার
২২ অক্টোবর ২০২৪

The Daily Messenger

ডিএসসিসির ৪৪ ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৯:৪৯, ১৭ জুন ২০২৪

ডিএসসিসির ৪৪ ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ

ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৪টি ওয়ার্ড হতে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। সোমবার (১৭ জুন) সন্ধ্যা ৭টা পর্যন্ত কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। 

সন্ধ্যায় ঢাকা দক্ষিণের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, শতভাগ বর্জ্য অপসারণ হওয়া ওয়ার্ডগুলো হলো, ১, ৪, ৫, ৭, ৯, ১০, ১২, ১৩, ১৬, ১৭, ২০, ২৩, ২৫-৩৩, ৩৫-৪১, ৪৩, ৪৫-৪৯, ৫২, ৫৪, ৫৬, ৫৭, ৬৯-৭৩, ৭৫ নম্বর ওয়ার্ড।

এর আগে রাস্তার ওপর ট্রাক, ভ্যান বসিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং অননুমোদিতভাবে কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় করায় রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ৫ মৌসুমি চামড়া ব্যবসায়ীকে ৫ মামলায় ৪৭ হাজার টাকা জরিমানা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

মেসেঞ্জার/দিশা