ছবি: সংগৃহীত
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে সুপ্রিম কোর্টের (আপিল ও হাইকোর্ট) উভয় বিভাগের বিচারিক কার্যক্রম।
বুধবার (৭ আগস্ট) রাষ্ট্রপতির সঙ্গে আলোচনাক্রমে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এ সিদ্ধান্ত জানিয়েছেন বলে বিজ্ঞপ্তি জারি করেছে কোর্ট প্রশাসন।
বুধবার রাতে দেওয়া সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সরকারি চাকরিতে কোটা বহালের রায়ের উদ্ভূত পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ বন্ধ ঘোষণা করা হয়। আবার সীমিত পরিসরে চালু ঘোষণা দেওয়া হয়। এরপর আবার উপ-বিভাগের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।
কোটা আন্দোলন কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্রদের এক দফা দাবির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের কার্যক্রম পরিচালনায় বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এবার রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অধিবেশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করে।
মেসেঞ্জার/ফামিমা