ঢাকা,  মঙ্গলবার
১৭ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

কর্তৃপক্ষের আশ্বাসে পুলিশের সব কর্মসূচি প্রত্যাহার

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২১:৩৬, ১১ আগস্ট ২০২৪

কর্তৃপক্ষের আশ্বাসে পুলিশের সব কর্মসূচি প্রত্যাহার

ছবিঃ সংগৃহীত

পুলিশ সংস্কারের দাবিতে কর্মবিরতিসহ সব কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত পুলিশ সদস্যরা। সোমবার থেকে তারা সবাই কাজে যোগ দেওয়ারও ঘোষণা দিয়েছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপিসহ সংশ্লিষ্টদের কাছ থেকে দাবি পূরণের প্রতিশ্রুতি পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

দাবি বাস্তবায়ন কমিটির সদস্য ও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে কর্মরত পুলিশ সুপার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

কর্মস্থলে নিরাপত্তা, ৫ আগস্ট এবং পূর্ববর্তী সহিংসতায় আহত নিহতদের ক্ষতিপূরণ, পুলিশ সংস্কারসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ করছিল পুলিশ।

মেসেঞ্জার/অঞ্জন

×
Nagad