ঢাকা,  সোমবার
১৬ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

পদত্যাগ করেছেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৪:৫৬, ১২ আগস্ট ২০২৪

পদত্যাগ করেছেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক

ফাইল ছবি

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলি লাকী পদত্যাগ করেছেন। সোমবার বিকেলে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

গত ৫ অগাস্ট শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর সারাদেশে ব্যাপক হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার শিল্পকলা একাডেমিতে মহাপরিচালকের দপ্তরসহ অন্তত ১৫জন কর্মকর্তার কক্ষে তালা দেন কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষুব্ধ একটি অংশ। যাদের কক্ষ তালা দেওয়া হয়েছে, তারা ‘লাকীর লোক’ হিসেবে একাডেমিতে পরিচিত।

আওয়ামী লীগ সরকারের পতনের পর মহাপরিচালক লাকী আর তার দপ্তরে আসেননি। এর ৭ দিন পর এলো পদত্যাগের খবর।

লিয়াকত আলী লাকী এক যুগের বেশি সময় ধরে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদে ছিলেন।  ২০১১ সালের ৭ এপ্রিল তিনি প্রথম নিয়োগ পান। সবশেষ ২০২৩ সালের ২৯ মার্চ সপ্তমবারের মতো পুনঃনিয়োগ পান।

মেসেঞ্জার/শাহেদ

×
Nagad