ঢাকা,  মঙ্গলবার
০৮ জুলাই ২০২৫

The Daily Messenger

গণভবন থেকে লুট হওয়া ৮ লাখ টাকা উদ্ধার

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ০৮:৫৪, ১৩ আগস্ট ২০২৪

গণভবন থেকে লুট হওয়া ৮ লাখ টাকা উদ্ধার

ছবি : সংগৃহীত

গণভবন থেকে লুটপাট করে নেওয়া ৮ লাখ টাকা উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (১২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুর তিন রাস্তার মোড় এলাকা থেকে এ টাকা উদ্ধার করা হয়।

জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে এক লোক সেনাবাহিনীকে খবর দিয়ে বলে যে, তার বাসার পাশে একটি ব্যাগে আট লাখ টাকা পাওয়া গেছে। সে সময় সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে জানতে পারে, একজন গণভবন থেকে টাকাগুলো নিয়ে এসেছিল। পরে সে ভয়ে টাকাগুলো রেখে পালিয়ে গেলে তার স্বজনরা সেনাবাহিনীকে কল করে জানায়। পরে স্থানীয়রা দায়িত্বরত সেনাবাহিনীর টহল টিমকে মোবাইল ফোনে জানালে, তারা ঘটনাস্থলে এসে স্থানীয় গণ্যমান্য কয়েকজন ব্যক্তির উপস্থিতিতে টাকাগুলো বুঝে নেয়। 

মেসেঞ্জার/দিশা