ঢাকা,  বুধবার
০৯ অক্টোবর ২০২৪

The Daily Messenger

মনে হচ্ছে আমাকে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে : আসিফ

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৬:১৬, ১৩ সেপ্টেম্বর ২০২৪

মনে হচ্ছে আমাকে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে : আসিফ

ছবি: সংগৃহীত

মনে হচ্ছে আমাকে এনে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) গুলিস্তানের বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোকানগুলোর প্রকৃত চিত্র দেখতে পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন।

সময় বঙ্গবন্ধু স্টেডিয়ামের বেশ কয়েকটি দোকান ঘুরে দেখেন তিনি। সরেজমিনে সেখানকার চিত্র দেখে হতাশ হয়েছেন ক্রীড়া উপদেষ্টা। পরিদর্শনের বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করেন। নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফেসবুকে লিখেন, ‘মনে হচ্ছে আমাকে এনে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে।

তিনি আরও বলেন, আজ এনএসসির অধীনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোকান পরিদর্শনে গিয়েছিলাম। ২০-২২ টাকা প্রতি বর্গফুট হিসেবে এনএসসির কাছে ভাড়া গেলেও সরেজমিনে গিয়ে জানতে পারলাম দোকানগুলো ১৭০ থেকে ২২০ টাকা প্রতি বর্গফুট করে ভাড়া দিচ্ছে।

মেসেঞ্জার/ফামিমা