ঢাকা,  মঙ্গলবার
০৫ নভেম্বর ২০২৪

The Daily Messenger

সবাই নির্ভয়ে পূজামণ্ডপে যাবেন: সেনাপ্রধান

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২০:০৩, ৫ অক্টোবর ২০২৪

সবাই নির্ভয়ে পূজামণ্ডপে যাবেন: সেনাপ্রধান

ছবি: সংগৃহীত

সবাই নির্ভয়ে পূজামণ্ডপে যাবেন, সারাদেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শনিবার ( অক্টোবর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন।

সেনাপ্রধান বলেন, সবাই যার যার ধর্ম সেই সেই পালন করবেন। সেজন্য যা কিছু করতে হয় তা আমরা করবো। আমরা মাঠে আছি। আপনারা নির্ভয়ে পূজামণ্ডপে যাবেন, পূজা করবেন।

তিনি আরও বলেন, আপনাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই, সারাদেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে, আমি বিশেষভাবে বলে দিয়েছি।

মেসেঞ্জার/ফামিমা