ঢাকা,  বুধবার
১৩ নভেম্বর ২০২৪

The Daily Messenger

১১ ঘণ্টার চেষ্টায় জাহাজের আগুন নিয়ন্ত্রণে

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৮:০৪, ১৩ অক্টোবর ২০২৪

১১ ঘণ্টার চেষ্টায় জাহাজের আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

কক্সবাজারের কুতুবদিয়ায় এলপিজিবাহী জাহাজের আগুন সোয়া ১১ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (১২ অক্টোবর) মধ্যরাত পৌনে ১ টার দিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় উপকূলের পশ্চিমে বহিঃনোঙর এলাকায় এ আগুন লাগে বলে জানান কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

রাতে ঘটনার পরপরই খবর পেয়ে কয়েকটি জাহাজে করে আগুন নিয়ন্ত্রণ এবং ক্রুদের উদ্ধারে কাজ শুরু করে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। এতে অংশ নিয়েছে মেটাল শার্ক এবং চারটি অগ্নিনির্বাপনী ও উদ্ধারকারী দল।

সোয়া ১১ ঘণ্টা চেষ্টার পর রোববার (১৩ অক্টোবর) বেলা ১২ টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে জাহাজটির ভেতরে পুনরায় অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা কাজ চালাচ্ছেন।

মেসেঞ্জার/ফামিমা