ঢাকা,  মঙ্গলবার
০৫ নভেম্বর ২০২৪

The Daily Messenger

আগামীকাল চালু হচ্ছে মিরপুর-১০ মেট্রো স্টেশন

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৬:৪৫, ১৪ অক্টোবর ২০২৪

আগামীকাল চালু হচ্ছে মিরপুর-১০ মেট্রো স্টেশন

ছবি: সংগৃহীত

প্রায় তিন মাস বন্ধ থাকার পর আগামীকাল মঙ্গলবার মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশনের কার্যক্রম শুরু হচ্ছে।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর উত্তরায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই মিরপুর-১০ কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এরপরই দীর্ঘ সময়ের জন্য অনিশ্চিত হয়ে যায় মেট্রোরেল চলাচল। ৩৭ দিন বন্ধ থাকার পর গত ২৫ আগস্ট ফের চালু হয় মেট্রোরেল।

মেসেঞ্জার/ফামিমা