ঢাকা,  বৃহস্পতিবার
১২ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ছাত্র-জনতার লড়াই এখনও শেষ হয়নি: উপদেষ্টা আসিফ

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৫:৫৮, ১ নভেম্বর ২০২৪

ছাত্র-জনতার লড়াই এখনও শেষ হয়নি: উপদেষ্টা আসিফ

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার লড়াই এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার ( নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি কথা জানান।

তিনি বলেন, আগামী দুই বছরে অন্তর্বর্তী সরকার পাঁচ লাখ কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছে।

ক্রীড়া উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ‍্যুত্থানের ম‍্যান্ডেট নিয়ে এই সরকার গঠন হয়েছে। সরকারের সংস্কার কার্যক্রমে দেশবাসীর সহযোগিতা কামনা করেন আসিফ মাহমুদ। সাফজয়ী নারী ফুটবল দলের মতো ক্রীড়াজগতে সাফল‍্য অব‍্যাহত থাকবে- এটাই উপদেষ্টার প্রত্যাশা। এসময় ১৫ জন আত্মকর্মী এবং যুব সংগঠককে জাতীয -যুব পুরস্কার প্রদান করা হয়।

মেসেঞ্জার/ফামিমা