ঢাকা,  বৃহস্পতিবার
১২ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

বিডিআর বিদ্রোহের ঘটনার দ্রুতই পুনঃতদন্ত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৫:৪৮, ৪ নভেম্বর ২০২৪

বিডিআর বিদ্রোহের ঘটনার দ্রুতই পুনঃতদন্ত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনার দ্রুতই পুনঃতদন্ত শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার ( নভেম্বর) সকালে পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত হবে। লক্ষ্যে দ্রুতই তদন্ত টিম করা হবে।

অপরাধী যত প্রতাপশালী হোক না কেন তাকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না জানিয়ে তিনি বলেছেন, অনেক প্রতাপশালী অপরাধী আগে ছাড় পেয়ে যেত। এমনটা আর হতে দেয়া যাবে না।

এসময় বিজিবির উদ্দেশ্যে তিনি বলেন, সীমান্তে কোনো শিথিলতা প্রদর্শন করা যাবে না। সীমান্তে সর্বোচ্চ সতর্কতা নজরদারি বজায় রাখতে হবে। জাতীয় স্বার্থ বজায় রেখে চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থান নিতে হবে। একটি সুশৃঙ্খল প্রশিক্ষিত বাহিনীর সদস্য হিসেবে বিজিবি সদস্যদের চেইন অব কমান্ড মেনে কাজ করতে হবে। তবে ঊর্ধ্বতন কর্মকর্তার বেআইনি আদেশ মানা যাবে না। আদেশের ক্ষেত্রে তা বৈধ আইনসংগত কিনা তা বিবেক-বুদ্ধি দিয়ে বিবেচনা করতে হবে। উপদেষ্টা এসসময় বিজিবি সদস্যদের নবোদ্যমে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, তবে খুব সন্তোষজনক পর্যায়ে পৌঁছাতে আরো সময় লাগবে।

মেসেঞ্জার/ফামিমা