ঢাকা,  বুধবার
১১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

বিসিকে শেষ হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রশিক্ষণ ও মহড়া

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৭:০৮, ৫ নভেম্বর ২০২৪

বিসিকে শেষ হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রশিক্ষণ ও মহড়া

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) প্রধান কার্যালয়, ঢাকায় উপকরণ শাখা, প্রশাসন বিভাগের আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহযোগিতায় অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরি বহির্গমণ বিষয়ক দুই দিনব্যাপী (০৪ ও ০৫ নভেম্বর) প্রশিক্ষণ ও মহড়া কোর্সের সফল সমাপনী অনুষ্ঠিত হয়েছে আজ। বিসিক পরিবার প্রধান আশরাফ উদ্দীন আহাম্মদ খান (অতিরিক্ত সচিব) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল প্রশিক্ষণ কোর্সটির শুভ উদ্বোধন করেন।

ফায়ার সার্ভিসের প্রশিক্ষকবৃন্দ অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরি বহির্গমণ বিষয়ক তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়গুলো আলোচনার মাধ্যমে তুলে ধরেন। আগুন নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে বিসিক ভবনের ফায়ার এলার্ম বাজিয়ে আগুনের বিস্তার প্রতিরোধের মাধ্যমে কিভাবে আত্মরক্ষাসহ পরিবার-পরিজন, প্রতিবেশী, কর্মস্থল ও সহকর্মীদের সুরক্ষা নিশিত করা যায় সে বিষয়ে মহড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহড়ার অংশ হিসেবে আগুনে আটকে পড়া ব্যক্তিদের ক্রেন ব্যবহার করে উদ্ধার করে নিচে নামিয়ে আনা হয়। এছাড়াও ফায়ার এক্সটিংগুইসার, ভিজে কাপড় বা ছালা, বালতি ইত্যাদি ব্যবহার করে গ্যাস সিলিন্ডার বা অন্য কোনো উপায়ে ছড়িয়ে পড়া আগুন নিভানোর অত্যন্ত কার্যকরী ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। মহড়ায় ফায়ার সার্র্ভিসের প্রতিনিধিবৃন্দের পাশাপাশি বিসিকের প্রশিক্ষণার্থীবৃন্দের অংশগ্রহণ ছিল চমকপ্রদ।

বিসিকের চেয়ারম্যান, পরিচালকবৃন্দ, বিসিক আঞ্চলিক পরিচালক, ঢাকাসহ বিসিকের অন্যান্য ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ উক্ত মহড়া অনুষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন করেন। আগুন নিয়ন্ত্রণ ছাড়াও ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে কিভাবে নিজের পাশাপাশি অন্যদের রক্ষা, সম্পদের ক্ষয়ক্ষতি কমানো যায় এসব বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করেন ফায়ার সার্ভিসের প্রতিনিধিবৃন্দ। পরিশেষে, প্রশিক্ষণে অংশগ্রহণকারী বিসিকের ৪০ জন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের মাঝে সনদপত্র বিতরণ করার মাধ্যমে প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠানটির সফল সমাপ্তি  ঘোষণা করা হয়।

 

মেসেঞ্জার/ইএইচএম