ঢাকা,  সোমবার
০৯ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

বঙ্গভবনে শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৯:৫২, ১০ নভেম্বর ২০২৪

বঙ্গভবনে শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন তিন জন। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। এসময় প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।

শপথ নেওয়া নতুন উপদেষ্টারা হলেনব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

এর আগে চার দফায় শপথ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের ২১ উপদেষ্টা। এর মধ্যে আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূসসহ ১৪ উপদেষ্টা। ঢাকা দেশের বাইরে থাকায় তিন উপদেষ্টা সেদিন শপথ নেননি। পরে ১১ আগস্ট শপথ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বিধান রঞ্জন রায়। আর ১৩ আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুক--আজম। পরে ১৬ আগস্ট আরও চার উপদেষ্টা শপথ নেন। নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়ায় ২১ জনে।

মেসেঞ্জার/ফামিমা