ঢাকা,  রোববার
০৬ জুলাই ২০২৫

The Daily Messenger

আগুন নেভাতে ঢাকা কলেজের পুকুর থেকে নেওয়া হচ্ছে পানি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৯:৪৬, ১৫ এপ্রিল ২০২৩

আপডেট: ১৩:২৬, ১৫ এপ্রিল ২০২৩

আগুন নেভাতে ঢাকা কলেজের পুকুর থেকে নেওয়া হচ্ছে পানি

ছবি : সংগৃহীত

রাজধানীর নিউ ‍সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে ঢাকা কলেজের পুকুর থেকে পানি নেওয়া হচ্ছে। শনিবার (১৫ এপ্রিল) সকাল থেকেই কলেজের পুকুরে ১০টির বেশি পাম্প বসিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ঢাকা কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার গণমাধ্যমকে বলেন, আমরা সহযোগিতার জন্য সর্বাত্মক চেষ্টা করছি। মূল ফটক এবং পার্শ্ববর্তী গেট খুলে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস পানি নিচ্ছে।

এর আগে, শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের সঙ্গে সেনা, র‌্যাব, বিজিবি, নৌ ও বিমানবাহিনী যোগ দিয়েছে। এবং ধোঁয়ার কারনে ফায়ার সার্ভিসের ৮জন কর্মীসহ    অনেকে অসুস্থ হয়ে পড়েছে। 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

টিডিএম/এসডি