ঢাকা,  শুক্রবার
২৯ মার্চ ২০২৪

The Daily Messenger

শিরোনাম:

* রাজধানীতে পারিবারিক কলহের জেরে রিকশাচালকের আত্মহত্যা * সর্বকালের সর্বোচ্চ দামে বিশ্ববাজারে রেকর্ড গড়লো স্বর্ণ * একনেকে ৮৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন * আইসিসির এলিট প্যানেলে সৈকত * জিম্মি নাবিকদের উদ্ধারে সরকার অনেক দূর এগিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী * আরও কমলো দেশের রিজার্ভ * মাধ্যমিকে কমেছে ১০ লাখ শিক্ষার্থী * খালেদা জিয়া কিছুটা ভালো, এখন বাসাতেই থাকবেন : মেডিকেল বোর্ড * ঈদযাত্রায় ট্রেনের পঞ্চম দিনের টিকিট বিক্রি শুরু * গাজায় নিহত আরও ৭৬, প্রাণহানি বেড়ে প্রায় ৩২৫০০ * বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র : মিলার * নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

নড়াইলে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০০, ২৩ জুন ২০২২

নড়াইলে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী নড়াইলে দিনব্যাপী কর্মসূচির মধ্যদিয়ে উদযাপন করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৭টায় জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ  ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সহ-সভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান আরা, কাজী ইসমাইল হোসেন লিটন, জেলা আওয়ামী-লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল কুমার সাহা, যুগ্ম-সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল স্বপন, সদর উপজেলা আওয়ামী-লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, জেলা আওয়ামী-লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, জাহাঙ্গীর সিকদার, জেলা মহিলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক ইসমত আরা, পৌর আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক রেজাউল বিশ্বাস, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফরহাদ হোসেন, নড়াইল বঙ্গবন্ধু হকার্স মার্কেটের সাধারণ সম্পাদক মাছুম জমাদ্দারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এছাড়া বিকেলে শহরের সুলতান মঞ্চ থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হবে এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানান, জেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু।

ডিএম/এমএইচ

dwl
×
Nagad