ঢাকা,  বৃহস্পতিবার
০২ মে ২০২৪

The Daily Messenger

কেন্দুয়ায় বিএনপির ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৪, ২০ মে ২০২৩

কেন্দুয়ায় বিএনপির ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা

নেত্রকোণার কেন্দুয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাওন খন্দকার জুয়েলকে প্রধান আসামী করে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ৯১ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। 

গত শুক্রবার (১৯ মে) দিনগত রাত পৌনে ১২টার দিকে কেন্দুয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রিশাদ আলম বাদী হয়ে কেন্দুয়া থানায় এ মামলাটি দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত আরও ৭০ থেকে ৮০ জনকে আসামী করা হয়েছে।

শনিবার (২০ মে) বিকেলে কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

মামলার এজাহারে উল্লেখ করা হয় যে, গত শুক্রবার বিকেল ৩টা পনেরো মিনিটের সময় কেন্দুয়া পৌরশহরের খাদ্য গুদাম সংলগ্ন পাকা রাস্তার উপর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সরকারের বিরুদ্ধে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং সরকারের পতন ঘটানোর লক্ষ্যে ইট-পাটকেল ও বিস্ফোরক দ্রব্যসহ জমায়েত হয়ে মিছিল করছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছলে বিএনপি নেতাকর্মীরা পরপর ৪/৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং কয়েকটি অটোরিকশার গ্লাস ভাংচুর করে এদিক সেদিক পালিয়ে যায়।

টিডিএম/এসএনই

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700