
ছবি : টিডিএম
সাভারের সিঅ্যান্ডবি মোড় এলাকায় পলাশ চন্দ্র মিস্ত্রী (৩৭) নামে এক পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৩০ মে) দুপুরে পুরান ঢাকার জনসন রোডে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম (বার)। এর আগে, সোমবার রাতে সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেখানো জায়গা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যাক্তিরা হলেন- সাভারের কলমা জিনজিরা এলাকার আব্দুল ওহাব আলীর ছেলে মনির হোসেন ওরফে মনির কসাই (৩০), মাগুরা জেলার শালিখা থানার বংগারামপুর গ্রামের বাবুল মোল্লার ছেলে হাবিব মোল্লা (২৫)। তাদের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত আরও দুই আসামি পলাতক রয়েছেন।
নিহত পলাশ চন্দ্র মিস্ত্রী পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বেতমোহন গ্রামের মাখন লাল মিস্ত্রীর ছেলে। তিনি আশুলিয়ার নবীনগর জালালাবাদ এলাকায় আজিজুলের ভাড়া বাড়ীতে স্ত্রী ও ৫ বছরের ছেলে সন্তানসহ বসবাস করতেন এবং আশুলিয়ার খেজুরবাগান এলাকার কসমোপলিটন ইন্ডাস্ট্রিজ পোশাক কারখানায় সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন।
এজাহার সূত্রে জানা যায়, ২৫ মে রাত ৯টার দিকে কর্মস্থল থেকে ফেরার পথে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইকারীদের হামলার শিকার হন পলাশ চন্দ্র। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ২৬ মে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই পীযূষ চন্দ্র মিস্ত্রি।
সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম (বার) বলেন, গত ২৫ মে রাত ৯টার দিকে আশুলিয়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা পলাশ চন্দ্র মিস্ত্রী (৩৭) নবীনগর এলাকায় নিজ বাসায় ফিরছিলেন। পথে সিঅ্যান্ডবি মোড়ের ফুটওভার ব্রিজের নিচে চার ছিনতাইকারী তার পথরোধ করে। এসময় ছিনতাইকারীরা একটি গল্প সাজায়। ছিনতাই চক্রের সদস্য ও পলাতক আসামি হাসান তাকে বলে যে ‘তোর কাছে আমি টাকা পাই। আমার পাওনা টাকা দে।’ এ সময় কসাই মনির ভুক্তভোগী পলাশকে থাপ্পড় মারে এবং তার কাছ থেকে সব ছিনিয়ে নিতে যায়। পলাশ বাধা দিলে ছিনতাইকারীরা তাকে সুইচ-গিয়ার চাকু দিয়ে আঘাত করে। এরপরও বাধা দেওয়ায় শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে পলাশ চন্দ্র মিস্ত্রী দৌড়িয়ে পাকা রাস্তায় গিয়ে পড়ে যান। পথচারীরা আহত অবস্থায় পলাশ চন্দ্র মিস্ত্রীকে পড়ে থাকতে দেখে বিষয়টি তার সহকর্মীদের জানান।
পুলিশ সুপার আরও বলেন, পরে সহকর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে সাভার ও আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে জড়িত চারজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ছিনতাই ও মাদকসহ একাধিক মামলার তথ্য পেয়েছে পুলিশ।
প্রাথমিকভাবে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং তারা জানিয়েছে যে তাদের দলে মোট ৪ জন ছিল। বাকি দুজনকেও গ্রেপ্তার করতে অভিযান চলমান রয়েছে।
টিডিএম/এফএমটি