ঢাকা,  রোববার
০৫ মে ২০২৪

The Daily Messenger

আসামি নির্যাতনের ঘটনায় বরখাস্ত ২ পুলিশ কর্মকর্তা

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৫, ১৬ জুন ২০২৩

আসামি নির্যাতনের ঘটনায় বরখাস্ত ২ পুলিশ কর্মকর্তা

ছবি: টিডিএম

শরীয়তপুরে আসামি নির্যাতনের ঘটনায় পদ্মা সেতু দক্ষিন থানার ওসি মোস্তাফিজুর রহমান ও ওসি (তদন্ত) সুরুজ উদ্দিন আহম্মেদ সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (১৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল হক। বৃহস্পতিবার (১৫ জুন) পুলিশ সদর দপ্তর থেকে ওই আদেশ দেওয়া হয়। আদেশটি সন্ধ্যায় শরীয়তপুরের পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছায়।

মোস্তাফিজুর রহমানকে চট্টগ্রাম ও সুরুজ উদ্দিনকে বরিশাল রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। বর্তমানে তারা শরীয়তপুরে কর্মরত আছেন। এর আগে ৭ জুন মোস্তাফিজুরকে পদ্মা সেতু দক্ষিণ থানা থেকে বদলি করে জেলা পুলিশ অফিসে সংযুক্ত করা হয়েছিল।

শরীয়তপুরের নাওডোবা বাজারের ব্যবসায়ী আবু জাফর ওরফে ঠান্ডু চোকদারকে তুলে নিয়ে পিটিয়ে ৭২ লাখ টাকার চেক নেওয়ার এবং একটি ছিনতাই মামলায় উচ্চ আদালতের জামিনে থাকা ৪ আসামিকে আটক করে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠার পর এই দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হলো। ওই ঘটনায় অভিযুক্ত আরেক পুলিশ কর্মকর্তা নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনিরের বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

১ জুন পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন নাওডোবা বাজারের ব্যবসায়ী আবু জাফর ওরফে ঠান্ডু চোকদার। ৩১ মে গভীর রাতে তাঁকে বাড়ি থেকে থানায় তুলে নেন জাজিরার পদ্মা সেতু দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহমেদ। সেখানে নিয়ে নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির ও ওই থানার ওসি শেখ মোস্তাফিজুর রহমান তাঁকে ওই ছিনতাই মামলার আসামির তাঁর চার আত্মীয়ের পক্ষে ৭২ লাখ টাকা দেওয়ার জন্য চাপ দেন। রাজি না হওয়ায় তাকে রাতভর আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়। নির্যাতনের এক পর্যায়ে ৭২ লাখ টাকার চেক দিতে রাজি হন ঠান্ডু চোকদার। পরদিন একটি বেসরকারি ব্যাংকের ৫ টি চেকের মাধ্যমে ৭২ লাখ টাকা পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি মোস্তাফিজুর রহমানকে পৌঁছে দেন তিনি। পর দিন তার উপর নির্যাতন ও চেক নেয়ার কথা উল্লেখ করে পুলিশ সুপারের বরাবর লিখিত অভিযোগ ঠান্ডু চোকদার।

এরপর অতিরিক্ত পুলিশ সুপার বদিউজ্জামানকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেন পুলিশ সুপার সাইফুল হক। দীর্ঘ তদন্ত শেষে বৃহস্পতিবার সকালে তদন্ত প্রতিবেদন পুলিশ সুপারের কাছে জমা দেন অতিরিক্ত পুলিশ সুপার বদিউজ্জামান। এর পরদিন দুই পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্তের কথা জানালেন পুলিশ সুপার।

শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল হক গনমাধ্যম কর্মীদের জানান, পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের শরীয়তপুর থেকে অন্যত্র সংযুক্ত করা হয়েছে। নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। শিগগিরই গণমাধ্যমকর্মীদের এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এর বাইরে আর কিছু বলতে রাজি হননি তিনি।

টিডিএম/আরস

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700