ঢাকা,  শুক্রবার
০৩ মে ২০২৪

The Daily Messenger

মুহুরী নদীর বাঁধে ভাঙন, পানির নিচে বরইয়াসহ আশপাশের এলাকা  

আলী হায়দার মানিক, ফেনী

প্রকাশিত: ১৩:২৭, ৭ আগস্ট ২০২৩

মুহুরী নদীর বাঁধে ভাঙন, পানির নিচে বরইয়াসহ আশপাশের এলাকা  

ছবি: টিডিএম

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদী রক্ষা বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে ৷ রোববার (৬ আগস্ট) রাত ৮ টার দিকে উপজেলার ফুলগাজী সদর ইউনিয়নের বরইয়া গ্রামের এনাম মিয়ার বাড়ির পাশে এ ভাঙ্গন দেখা দেয়। এতে লোকালয়ে বন্যার পানি ঢুকে পড়েছে। পানির নিচে তলিয়ে যাচ্ছে রাস্তা-ঘাট, বাড়ি-ঘর, ফসলী জমি ও মাছের ঘের। পাশ্ববর্তী ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ ও কাঁচা বাজার পানির নিচে ডুবে গেছে।   

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো, সেলিম জানান, রাতে বরইয়া গ্রামের এনাম মিয়ার বাড়ির পাশে বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয় তলিয়ে যাচ্ছে। বিষয়টি আমরা প্রশাসনকে অবহিত করেছি। ওই এলাকায় দূর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হবে।   

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসাদ বেগম জানান, মুহুরী নদীর পানির চাপ এখনো কমেনি। নদীর আশপাশের মানুষের মাঝে ভাঙ্গন আতঙ্ক বাড়ছে। আক্রান্ত এলাকায় বিতরণের জন্য শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।   

উল্লেখ্য, বিগত এক যুগেরও বেশি সময় ধরে ভারতীয় পাহাড়ি ঢলের পানির চাপে ফুলগাজীর মুহুরী নদী রক্ষা বাঁধে এবং পরশুরামের কহুয়া নদী রক্ষা বাঁধে ভাঙ্গনে নিঃস্ব হয় কৃষক। কিন্তু এরজন্য স্থায়ী কোনো সমাধান নেয়া হচ্ছেনা। 
 

টিডিএম/ এসডি

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700