ঢাকা,  শনিবার
০৫ অক্টোবর ২০২৪

The Daily Messenger

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় মটোরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩০, ২৫ সেপ্টেম্বর ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় মটোরসাইকেল আরোহী নিহত

ছবি : মেসেঞ্জার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক চাপায় ইমরান আলী (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত ইমরান শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আলামিন মেম্বারের ছেলে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মোবারকপুর ইউনিয়নের খড়কপুর স্থানে এ দূর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ জানান, সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা ট্রাক মোটরসাইকেল আরোহী ইমরানকে চাপা দিলে, ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার পর, ট্রাক চালক পলাতক, পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

মেসেঞ্জার/নাহিদ/নিশা

×
Nagad