ঢাকা,  বুধবার
২৮ মে ২০২৫

The Daily Messenger

ঝিনাইদহে বিরল প্রজাতির ১৭ পিস সান্ডা প্রাণী উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৫, ৫ অক্টোবর ২০২৩

ঝিনাইদহে বিরল প্রজাতির ১৭ পিস সান্ডা প্রাণী উদ্ধার

ছবি : মেসেঞ্জার

ঝিনাইদহের মহেশপুরের মান্দারতলা এলাকা থেকে বিরল প্রজাতির ১৭ পিস সান্ডা প্রাণী উদ্ধার সহ মোরাজ্জাক রাজু (৩৬) নামের এক জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার সন্ধ্যায় তথ্য নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের ওসি শাহীন উদ্দিন। আটক রাজ্জাক রাজু রাজাবাড়ী জেলার বালিয়াকান্দি থানার গাড়াখোলা গ্রামের আকবর কবিরাজের ছেলে এবং পেশায় কবিরাজ।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি শাহীন উদ্দিন জানান, সকালে গোয়েন্দা পুলিশের একটি টিম মহেশপুর উপজেলার মান্দারতলা এলাকায় চেকপোস্ট করছিল। সেসময় সীমান্ত এলাকা থেকে আসা একটি বাসে তল্লাসী চালানো হয়। সেসময় বাস থেকে দুই ক্যারেটে ভর্তি ১৭ পিস বিরল প্রজাতির প্রাণী সান্ডা উদ্ধার করা হয়। তখন আটক করা হয় তার মালিক রাজ্জাক রাজু কে।

ওসি আরোও জানান, এই প্রাণীগুলো ভারতের আসাম এলাকায় পাওয়া যায়। এটি মুলত বেথার যৌন কাজে ব্যবহারের ঔষধ বানাতে ভারত থেকে এনে রাজবাড়ীতে নিয়ে যাচ্ছিলেন রাজ্জাক।

উদ্ধার হওয়া প্রাণীগুলোর বাজার মূল্যর দাম প্রায় ১২ লক্ষ ৭৫ হাজার টাকা। তার বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা করে সন্ধায় আদালতে পাঠানো হয়েছে।

মেসেঞ্জার/বিপাশ/আপেল