
ছবি : সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎতায়িত হয়ে জুথি খাতুন (২২) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত জুথি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শংকরববাটি মন্ডলপাড়া গ্রামের রাশিদুল ইসলামের স্ত্রী। শনিবার (৭ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার (ওসি) সাজ্জাদ হোসেন জানান, সকাল ৯টার দিকে নিজ বাড়িতে কাজ করার সময় অসাবধানতা বসত, ওই গৃহবধু বিদ্যুৎতের তারে স্পর্শ লেগে বিদ্যুৎতায়িত হয়ে পড়েন।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ।
মেসেঞ্জার/নাহিদ/আপেল