
ছবি : মেসেঞ্জার
কুমিল্লার চান্দিনায় বিগত ৪০ বছর যাবত অবহেলিত জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছেন অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত। দেশের বিখ্যাত নাক কান গলা বিশেষজ্ঞ এই চিকিৎসক সর্বদাই নিজ এলাকার মানুষের জন্য নিবেদিত প্রাণ। তাই আগামী সংসদ নির্বাচনে তাকে আবারো চান্দিনার সংসদ সদস্য হিসেবে দেখতে চায় ওই এলাকার অধিকাংশ জনসাধারণ।
এদিকে প্রাণ গোপালকে ঘিরে চান্দিনায় আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও ঐক্যবদ্ধ রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের ঐক্য এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে সাদা মনের ওই চিকিৎসকের বিকল্প নেই বলে দাবি সংশ্লিষ্টদের।
জানা গেছে, ২০২১ সালের ৩০ জুলাই কুমিল্লা-৭ চান্দিনা আসনের সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের মৃত্যুর পর উপ-নির্বাচনে একই বছরের ৭ অক্টোবর ওই আসনের সংসদ সদস্য নির্বাচিত হন অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। বীর মুক্তিযোদ্ধা এই চিকিৎসক সারাজীবন বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে চিকিৎসা সেবার পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিতে নিজেকে সক্রিয় রেখেছেন। তাছাড়া চিকিৎসক হিসেবে বিগত ৪০ বছর যাবত চান্দিনার অবহেলিত জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছেন।
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও তিনি চান্দিনায় পথে প্রান্তরে ঘুরে ঘুরে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি গরিব জনসাধারণকে চিকিৎসা এবং বিনা মূল্যে ওষুধ সামগ্রী বিতরণ করে আসছেন। স্থানীয়রা জানায় প্রাণ গোপালের একটি অসাধারণ গুন হলো তিনি মনোযোগ সহকারে সর্বস্তরের মানুষের কথা শুনেন।
এছাড়াও ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে তার চেম্বারে চান্দিনার কোন মানুষ গেলে তাদের কাছ থেকে কোন চিকিৎসা ফি নেয়া হয় না। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর চান্দিনার আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধ এবং শক্তিশালী করেছেন। তাছাড়া অধ্যাপক আলী আশরাফের মৃত্যুর পর ফ্রিডম পার্টির দুর্গ খ্যাত এ চান্দিনাকে তিনি আওয়ামী লীগের দুর্গ হিসেবে ধরে রাখার জন্য সর্বদাই পরিশ্রম করে যাচ্ছেন। এলাকার প্রতিটি উন্নয়ন নিজে পরিদর্শন করে টেকসই উন্নয়ন নিশ্চিত করেছেন। সন্ত্রাস চাঁদাবাজি অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সর্বদাই সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছেন।
ডাক্তার প্রাণ গোপালের আপসহীন ভূমিকার কারণে চান্দিনায় টেন্ডারবাজি এবং সিন্ডিকেট বন্ধ হয়ে গেছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গরীবের ডাক্তার খ্যাত এই চিকিৎসককে আবারো সংসদ সদস্য হিসেবে দেখতে চায় এলাকার অধিকাংশ জনসাধারণ।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মহিউদ্দিন বলেন, অধ্যাপক ডাক্তার প্রাণ গোপালকে ছাড়া এ আসন ধরে রাখা যাবে না। কারণ আসনটিতে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ বিএনপি এবং ফ্রিডম পার্টির লোকজন নিয়ে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির পাঁয়তারা করে আসছে। একমাত্র প্রাণ গোপালের সাথেই চান্দিনার জনসাধারণ ঐক্যবদ্ধ থাকায় নাশকতাকারীরা কোন সাহস পাচ্ছে না।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক মেয়র মফিজুল ইসলাম বলেন, ডাক্তার প্রাণ গোপালকে ছাড়া চান্দিনার সংসদীয় আসনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করা যাবে না। তিনি ৪০ বছর ধরে চান্দিনার অবহেলিত জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আপামর জনসাধারণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনে প্রাণ গোপালের বিজয় নিশ্চিত হবে।
মেসেঞ্জার/আবুলখায়ের/আপেল