ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

জয়পুরহাটে বিজিবির আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৩, ৪ ডিসেম্বর ২০২৩

আপডেট: ১৮:৫৯, ৪ ডিসেম্বর ২০২৩

জয়পুরহাটে বিজিবির আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

ছবি : মেসেঞ্জার

বর্ডার গার্ড বাংলাদেশ জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিভিন্ন সময় অভিযানে আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন সদরের প্রশিক্ষণ মাঠে এ মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান।

এসময় বিজিবি’র দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল রাশেদ আজগর, জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল তানজিলুর রহমান ভূঁইয়া, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিলো ১ লক্ষ ২৩ হাজার ২১৬ বোতল ফেন্সিডিল, ৯ হাজার ৫১০ বোতল বিদেশী মদ, ১৫৬ লিটার দেশী মদ, ৩৮৬ কেজি গাজা, ৪৩ হাজার ৬৪৯ পিচ ইয়াবা, ২০ হাজার ৮৮ বোতল নেশা জাতিয় সিরাপ ও ৭ লাখ ৬৫ হাজার ৮৬৭ পিছ নেশা জাতীয় ইনজেকশন।

মেসেঞ্জার/মামুন/আপেল