ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

নাটোরের চার আসনে ৩১ জনের মনোনয়নপত্র বৈধ

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ২০:০০, ৪ ডিসেম্বর ২০২৩

নাটোরের চার আসনে ৩১ জনের মনোনয়নপত্র বৈধ

ছবি : মেসেঞ্জার

নাটোরের চার আসনে ৪৩ জন প্রার্থীর মধ্যে ৩১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ত্রুটি থাকায় বাতিল হয়েছে ১২ জনের মনোনয়নপত্র।

সোমবার ( ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই শেষে ঘোষণা দেন জেলা প্রশাসক জেলা রিটার্নিং কর্মকর্তা আবু নাছের ভূঁঞা।

নাটোর- (লালপুর-বাগাতিপাড়া) আসনে ১৪ জনের মধ্যে নয়জনের মনোনয়নপত্র বৈধ এবং পাঁচ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন- শহিদুল ইসলাম বকুল (আওয়ামী লীগ), আবুল কালাম আজাদ (স্বতন্ত্র), শামীম আহমেদ সাগর, কাজল রায়, ইব্রাহিম খলিল, জামাল উদ্দীন ফারুক, আনিসুর রহমান, আশিক হোসেন লিয়াকত আলী।

মনোনয়ন বাতিল হয়েছে- মোয়াজ্জেম হোসেন (জাসদ), হুমায়ুন কবির (আওয়ামী লীগের স্বতন্ত্র), এসকেন আলী (স্বতন্ত্র), কর্নেল (অব.) রমজান আলী (আওয়ামী লীগের স্বতন্ত্র) সায়েদুল হক (স্বতন্ত্র)

নাটোর- (সদর-নলডাঙ্গা) আসনে ছয়জনের মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বৈধ এবং একজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন- শফিকুল ইসলাম শিমুল (আওয়ামী লীগ), . নুরুন্নবী মৃধা (জাপা), বজলুর রশীদ (বাংলাদেশ কংগ্রেস), আহাদ আলী সরকার (আওয়ামী লীগের স্বতন্ত্র) শরিফুল ইসলাম (জাসদ) মনোনয়নপত্র বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী কোরবান আলীর।

নাটোর- (সিংড়া) আসনে ১২ জনের মধ্যে আটজনের মনোনয়নপত্র বৈধ এবং চারজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন- জুনাইদ আহমেদ পলক (নৌকা), শফিকুল ইসলাম শফিক (স্বতন্ত্র), রাকিবা হক, আনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, আমিরুল ইসলাম, আলতাফ হোসেন মিজানুর রহমান। বাদ পড়েছেন- আনিসুর রহমান (জাপা), আব্দুল্লাহ আল মামুন (স্বতন্ত্র), রুস্তম আলী (সুপ্রিম পার্টি) শামসুল ইসলাম (স্বতন্ত্র)

নাটোর- (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে ১১ জনের মধ্যে নয়জনের মনোনয়নপত্র বৈধ এবং দুজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন- ডা.সিদ্দিকুর রহমান পাটোয়ারী, আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস, গাজী সায়েম রতন, আলাউদ্দিন মৃধা, জাহানারা বেগম, আব্দুল খালেক সরকার, জাহিদুল ইসলাম, রবিউল করিম শান্তি রিবেরু।

বাতিল হয়েছে এস এম সেলিম রেজা (জাতীয় পার্টি-জেপি) সুজন আহম্মেদের মনোনয়নপত্র।

মেসেঞ্জার/আরিফ/আপেল