ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

নোয়াখালীতে চার লক্ষ টাকাসহ ৭ পেশাদার জুয়াড়িকে গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২১, ৫ ডিসেম্বর ২০২৩

আপডেট: ১৫:২২, ৫ ডিসেম্বর ২০২৩

নোয়াখালীতে চার লক্ষ টাকাসহ ৭ পেশাদার জুয়াড়িকে গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

নোয়াখালী সদর উপজেলায় অভিযান চালিয়ে সাত পেশাদার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার দুই প্যাকেট তাস, নগদ চার লক্ষ পাঁচ হাজার দুইশত টাকা ও ১২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে নোয়াখালী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার (৪ ডিসেম্বর) রাতে সদর উপজেলার  কাদির হানিফ ইউনিয়নের পূর্ব লক্ষ্মীনারায়নপুর গ্রামের ডলার ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পূর্ব লক্ষ্মীনারায়নপুর গ্রামের আনোয়ারুল হকের ছেলে জহিরুল হক রিপন (৪৫), নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মৃত মুকবুল আহম্মদের ছেলে গোলাম সারওয়ার (৪৫) ও মৃত ছৈয়দ আহম্মদের ছেলে মাইন উদ্দিন মহিন(৪০), ৫ নম্বর ওয়ার্ডের রবিয়ল হোসেনের ছেলে আকবর হোসেন (৫৪) ও মৃত ফয়েজ আহম্মদের ছেলে ফখরুল হাসান মাসুদ (৪২), নোয়ান্নই ইউনিয়নের মৃত নুর মোহাম্মদের ছেলে আবু তাহের (৪৫) এবং চৌমুহনী পৌরসভার আবদুল্ল্যাহর ছেলে সাজ্জাদ হোসেন (৩০)।

নোয়াখালী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাত সাড়ে আটটায় উপ পরিদর্শক মো.সেকান্দার সাঈমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাত পেশাদার জুয়াড়িদের গ্রেপ্তার করে। এ সময় জুয়া খেলার সরঞ্জাম দুই প্যাকেট তাস, জুয়ার বোর্ড থেকে নগদ ৪৮ হাজার দুইশত, জুয়াড়িদের শরীর তল্লাশি করে তিন লক্ষ ৫৭ হাজার টাকা ও ১২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় প্রকাশ্যে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের নোয়াখালী মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হবে।

মেসেঞ্জার/দিশা