ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

বান্দরবানে কলাগাছের তন্তু দিয়ে পণ্য তৈরির প্রশিক্ষণ সম্পন্ন

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৮, ৭ ডিসেম্বর ২০২৩

বান্দরবানে কলাগাছের তন্তু দিয়ে পণ্য তৈরির প্রশিক্ষণ সম্পন্ন

ছবি: ডেইলি মেসেঞ্জার

বান্দরবানে কলাগাছের তন্তু (আঁশ) দিয়ে শাড়িসহ অন্যান্য পণ্য তৈরির দুই মাসব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বুধবার ( ডিসেম্বর) সমাপনী অনুষ্ঠানটি আয়োজন করে বান্দরবান জেলা প্রশাসন বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প করপোরেশন (বিসিক) উজানীপাড়ায় বিসিক কার্যালয়ে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

বিসিক বান্দরবানের উপব্যবস্থাপক মো. শামীম আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মো. আমিনুল ইসলাম বাচ্চু, সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস প্রমুখ।

গত ১৯ সেপ্টেম্বরে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে জুম অ্যাপের মাধ্যমে সংযুক্ত ছিলেন বিসিকের পরিচালক (শিল্প উন্নয়ন সম্প্রসারণ) মোহাম্মদ জাকির হোসেন, বিসিক উন্নয়ন বিভাগের প্রধান জেসমিন নাহার বিসিক আইসিটি সেল প্রধান প্রকৌশলী মো. দেলোওয়ার হোসেন।

সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, বান্দরবানের পর্যটন শিল্পের মতোই কলাগাছের তন্তুর 'হস্তশিল্প' একটি ব্যাপক সম্ভাবনাময় খাত হিসেবে পরিচিতি পেয়েছে। চাহিদাও বেড়েছে। সম্ভাবনাময় খাতের উন্নয়ন দক্ষ জনবল তৈরির জন্য বিসিকের উদ্যোগকে প্রশংসা করেন তিনি। একই সঙ্গে প্রশিক্ষণে অংশ নেওয়া নারীদেরকে দারিদ্র দূরীকরণের লক্ষ্যে আত্মকর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়ে উদ্যোক্তা হবার আহবান জানান শাহ্ মোজাহিদ উদ্দিন।

বিসিক জানায়, দুই মাসব্যাপী প্রশিক্ষণে ৫২ জন নারী অংশ নিয়েছেন।

মেসেঞ্জার/মংটিং/আল আমিন