ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

রাজশাহীতে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান নিয়ে আলোচনা সভা

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩০, ৭ ডিসেম্বর ২০২৩

রাজশাহীতে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান নিয়ে আলোচনা সভা

ছবি : মেসেঞ্জার

রাজশাহী নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের অধিকার সুনিশ্চিতকরণ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ডিসেম্বর) সকালে রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রাজশাহী সিটি মেয়র .এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভায় মেয়র বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজের অংশ। তাদের সুযোগ দিয়ে মুল স্রোত ধারায় সম্পৃক্ত রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সমাজে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে মূলস্রোতে সম্পৃক্ত রাখতে, তাদের উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থায় প্রতিবন্ধী বিষয়ক আঞ্চলিক পরিচালক নিয়োজিত হয়েছেন।

রাজশাহী সিটি কর্পোরেশন প্রতিবন্ধী, সুবিধা বঞ্চিত অতিদ্ররিদ্র মানুষের ক্ষমতায়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। যুব উন্নয়ন অধিদপ্তর সকল শ্রেণি পেশার মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মমূখি পেশাগত প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে।

এসময় তিনি গত ১৫ বছরে দেশজুড়ে বর্তমান সরকারের অভূতপূর্ব দৃশ্যমান মেগাপ্রকল্প এবং রাজশাহী মহানগরীর উন্নয়নের চিত্র তুলে ধরেন।

মেয়র আরও বলেন, রাজশাহী সিটি নির্বাচনে মূল শ্লোগান ছিলউন্নয়ন দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান’। একইভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মূল শ্লোগানে কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় রয়েছে।

রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আসাদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সদস্য জাহিদুর রহমানের সঞ্চালনায় সভায় যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক এটিএম গোলাম মাহবুব বক্তব্য দেন। এসময় রাসিকের ওয়ার্ড কাউন্সিলর সহ প্রতিবন্ধী সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/আনিসুজ্জামান/আপেল