
ছবি : মেসেঞ্জার
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের লক্ষ্যে মনোনয়ন জমা ও পরবর্তীতে বাতিল হওয়ায় প্রার্থীতা ফিরে পেতে আপিল দায়ের করেছেন স্বতন্ত্র দুই প্রার্থী নাছির হায়দার করিম বাবুল ও মোঃ শাহজাহান চৌধুরী।
মঙ্গলবার নির্বাচন কমিশনে আপিল দায়ের করেছেন দুই স্বতন্ত্র প্রার্থী। চলতি মাসের ১০ তারিখের পর ১৫ তারিখের মধ্যে আপিল নিষ্পত্তি হবে জানিয়ে প্রার্থীতা ফিরে পাবেন বলেও আশাবাদি তারা।
জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পাওয়ায় চট্টগ্রামের হাটহাজারী আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছিলেন বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মোঃ শাহজাহান চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলার আওয়ামী যুবলীগ সহ-সভাপতি নাছির হায়দার করিম বাবুল।
কিন্তু যাচাই বাছাইয়ে মনোনয়নের সঙ্গে জমা দেওয়া ১ শতাংশ ভোটারের তথ্যে গরমিল পাওয়ায় রোববার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা প্রশাসন কার্যালয়ে মনোনয়ন পত্র বাতিল করেন।
মেসেঞ্জার/সুমন/আপেল