
ছবি : মেসেঞ্জার
বগুড়ায় নারী উদ্যোক্তাদের হলিডে মার্কেটের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে জেলা পরিষদ চত্তরে এ মার্কেটের ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন, জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ্যাডোনিস বাবু তালুকদার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রোটারিয়ান সুলতানা পারভীন শ্রাবনী, নারী উদ্যোক্তা মুক্তি বেগম, হোমায়রা লুবা, কানন ইসলাম মলি প্রমুখ।
এ মার্কেট প্রতি সপ্তাহে শুক্রবার ও শনিবার সকাল ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চালু থাকবে। প্রথম দিনে ২১ টি স্টল তাদের পণ্য সামগ্রী প্রদর্শন করেছে।
মেসেঞ্জার/আলমগীর/আপেল