ঢাকা,  রোববার
০১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

৭ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চালু

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৩:০৭, ২৪ ডিসেম্বর ২০২৩

৭ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চালু

ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে শনিবার রাত ৩টা থেকে রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৭ ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। 

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, রাত ৩টার পর বৃষ্টির মতো ঘন কুয়াশা পড়তে থাকলে নৌ-পথ অস্পষ্ট হয়ে যায়। এ কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। এসময় পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে মাঝ নদীতে ভাষা শহীদ বরকত ও মাধবী লতা নামের দুইটি ফেরি আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।  

জানা গেছ, শনিবার রাত ৩টার দিকে ঘন কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। রোববার সকাল সাড়ে ১০টার পর ঘন কুয়াশার ঘনত্ব কমার পর এ নৌ-পথে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। 

মেসেঞ্জার/দিশা