ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

নোয়াখালীর ৬ টি আসনেই আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৫, ৮ জানুয়ারি ২০২৪

নোয়াখালীর ৬ টি আসনেই আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

ছবি : মেসেঞ্জার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ৬টি সংসদীয় আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেছেন।

সোমবার ( জানুয়ারি) সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত জেলা প্রশাসক জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন।

নোয়াখালীর ৬টি সংসদীয় আসনের চূড়ান্ত ফলাফল :

নোয়াখালী- (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) আওয়ামী লীগের এইচ এম ইব্রাহিম নৌকা প্রতীকে ৫৯,২৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কে এম সেলিম ভূঁইয়া, বাংলাদেশ তরিকত ফেডারেশন ফুলের মালা পেয়েছেন ২৮১৯ ভোট।

নোয়াখালী- (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে আওয়ামী লীগের মোরশেদ আলম নৌকা ৫৬,১৮৬ পেয়েছে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিহাব উদ্দিন শাহীন স্বতন্ত্র কাঁচি প্রতীকে আতাউর রহমান ভূঁইয়া কাঁচি পেয়েছেন ৫২,৮৬৩।

নোয়াখালী- (বেগমগঞ্জ) আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ কিরন ৫৬ হাজার ৪৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র ট্রাক প্রতীক নিয়ে মিনহাজ আহমেদ জাবেদ পেয়েছেন ৫১ হাজার ৮৮৫ ভোট পেয়েছেন।

নোয়াখালী- (সদর-সুবর্ণচর) আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী একরামুল করিম চৌধুরী লাখ ২৮ হাজার ৭৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ট্রাক প্রতীক নিয়ে শিহাব উদ্দিন শাহীন পেয়েছেন ৪৭ হাজার ৫৭৩ ভোট।

নোয়াখালী- (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৮১ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী খাজা তানভীর আহমেদ পেয়েছেন হাজার ৭০২ ভোট।

নোয়াখালী- (হাতিয়া) আসনে আওয়ামী লীগের মোহাম্মদ আলী নৌকা প্রতীকে ভোট ১৯৩৭১৫ পেয়ে বেসরকারি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মুশফিকুর রহমান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫৯৩৬।

মেসেঞ্জার/মাহবুবুর/আপেল