ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

কুমিল্লার দেবিদ্বারে স্বেচ্ছাসেবক লীগ নেতার অফিস ভাংচুর, লুটপাট

কুমিল্লা ব্যুরো

প্রকাশিত: ১৮:০৭, ১৪ জানুয়ারি ২০২৪

কুমিল্লার দেবিদ্বারে স্বেচ্ছাসেবক লীগ নেতার অফিস ভাংচুর, লুটপাট

ছবি : মেসেঞ্জার

কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের ব্যক্তিগত রাজনৈতিক অফিসে ব্যাপক ভাংচুর লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলা সদরের নিউমার্কেট এলাকায় ঘটনা ঘটে। ঘটনায় তিনি রোববার (১৪ জানুয়ারি) দুপুরে থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, তিনি সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেন। কিন্তু নৌকা প্রতীক পরাজয় বরণ করার পর থেকে অজ্ঞাতনামা কিছু লোক তাকে হুমকী দিয়ে আসছিল। এতে নিউ মার্কেট এলাকার একটি ভবনের ৩য় তলায় তার রাজনৈতিক ব্যক্তিগত অফিসটি তালাবদ্ধ করে রাখেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অজ্ঞাতনামা দৃর্বৃত্তরা তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অফিসের এসিসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর তছনছ করে।

সাদ্দাম হোসেন বলেন, দুর্বৃত্তরা অফিসের ভেতর থেকে নগদ দুই লাখ টাকা, এলইডি টিভি, ল্যাপটপ, মোবাইল বিভিন্ন দেশের প্রায় লাখ টাকার মৃদ্রা লুট করে নেয়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া বলেন, ঘটনাস্থলের আশপাশে বেশ কিছু সিসিটিভি ক্যামেরা আছে, তাই তদন্ত করে দুর্বৃত্তদের শনাক্ত গ্রেপ্তারে পদক্ষেপ নেয়া হবে।

মেসেঞ্জার/আবুলখায়ের/আপেল