
ছবি : সংগৃহীত
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরিসহ সকল ইঞ্জিনচালিত নৌযান চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুর্ঘটনা এড়াতে দিবাগত রাত ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
নদী পার হতে অপেক্ষমাণ যানবাহনের সারি পাটুরিয়া ঘাট থেকে চরের ডাঙ্গা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার ছড়িয়ে গেছে। তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
আরিচা অফিসের বিআইডব্লিউটিসির এজিএম আব্দুস ছালাম বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে মঙ্গলবার দিবাগত রাত ৪টা থেকে ফেরি ও লঞ্চসহ সকল ইঞ্জিনচালিত নৌযান চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার কমলেই নৌযান চলাচল শুরুর অনুমতি দেওয়া হবে।
মেসেঞ্জার/ফারদিন