ঢাকা,  সোমবার
০৬ মে ২০২৪

The Daily Messenger

৬ ঘণ্টা পর পদ্মায় ফেরি চলাচল স্বাভাবিক

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১১:১৫, ২৪ জানুয়ারি ২০২৪

৬ ঘণ্টা পর পদ্মায় ফেরি চলাচল স্বাভাবিক

ছবি : সংগৃহীত

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ভোর ৪টা দিকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ওই তিন রুটে ফেরি চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ। 

বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে ওই তিন নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

ঘাট কর্তৃপক্ষ জানান, মঙ্গলবার মাঝরাত থেকেই এ তিন নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে। এ সময় থেকেই এই নৌরুটগুলোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। পরে বুধবার ভোর ৪টার দিকে কুয়াশার মাত্রা আরও তীব্র আকার ধারণ করে। এতে ফেরি চলাচলের মার্কিং পয়েন্ট ও বিকনবাতির কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে রাতে নৌরুটগুলোতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে মাঝ পদ্মায় আটকা পড়ে ছোট-বড় আটটি ফেরি।

মেসেঞ্জার/ফারদিন

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700