ঢাকা,  শুক্রবার
১৩ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

সাজেকের কংলাক পাহাড়ের রিসোর্ট-বসতঘরে আগুন

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ০৯:৫০, ২ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ০৯:৫৪, ২ ফেব্রুয়ারি ২০২৪

সাজেকের কংলাক পাহাড়ের রিসোর্ট-বসতঘরে আগুন

ছবি : সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির কংলাক পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মেঘছোঁয়া রিসোর্টে প্রথম আগুন লাগে। পরে মুহূর্তেই তা আশপাশের রিসোর্ট, দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

জানা যায়, মেঘছোঁয়া রিসোর্টের পাশে স্থানীয়রা কাঠ পুড়িয়ে আগুন পোহানোর সময় সেখান থেকে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে দুইটি রিসোর্ট, একটি বাড়ি ও একটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

মেঘছোঁয়া রিসোর্ট থেকে আগুন লেগে পাশের ফড়িংগি রিসোর্ট, স্থানীয় ভূবন ত্রিপুরার বাড়ি ও একটি দোকান পুড়ে যায়। তবে রিসোর্টে অবস্থানরত পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

মেসেঞ্জার/ফারদিন