ঢাকা,  বৃহস্পতিবার
১২ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হচ্ছে আজ

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ০৮:৫৩, ১১ ফেব্রুয়ারি ২০২৪

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হচ্ছে আজ

ছবি: সৌজন্য

আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। বাদ ফজর বয়ান করেছেন ভারতের মাওলানা মুফতি মাকসুদ। তার বয়ান তরজমা করেন বাংলাদেশের মাওলানা আবদুল্লাহ। এরপর হেদায়েতমূলক বয়ান অনুষ্ঠিত হয়।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার দিকে মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন।  

আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীতে এক দিন আগে থেকেই মুসল্লিদের ভিড় দেখা গেছে। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত এ ঢল অব্যাহত থাকবে। মোনাজাতের পর প্রত্যেকে তার গন্তব্যে ফিরে যাবেন।

মেসেঞ্জার/ফারদিন