ছবি : মেসেঞ্জার
রংপুর সদরে উপজেলার একটি পুকুর থেকে মর্জিনা বেগম (৪৫) নামের একজন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হরিদেবপুর ইউনিয়নের রামনাথপুর গ্রামের ব্র্যাকের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রংপুর সদর কোতয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ওই নারীর মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেছি। তার পরনে শাড়ী এবং হাতে চুড়ি ছিল।
সুরুতহাল রিপোর্ট তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জানান, কিভাবে ওই নারীর মৃত্যু হয়েছে সেটি ময়না তদন্তের রিপোর্টের পর জানা যাবে। মর্জিনা বেগম হরিদেবপুর ইউনিয়নের ভেলাপাড়া গ্রামের দুলাল হোসেনের স্ত্রী।
মেসেঞ্জার/মাজহারুল/আপেল