ছবি : মেসেঞ্জার
মাগুরায় ৩০ পিস ইয়াবাসহ সঞ্জয় বিশ্বাস নামে এক যুবককে আটক করেছে শালিখা থানা পুলিশ। সে মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত অফিস সহায়ক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে শালিখা উপজেলার তিলখড়ি গ্রামে সঞ্জয় বিশ্বাসের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস আমদানি নিষিদ্ধ অবৈধ ইয়াবা এবং নগদ ১ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়। সে ওই গ্রামের শুধাংশু বিশ্বাসের পুত্র।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, এ ঘটনায় থানায় সঞ্জয় রায়ের বিরুদ্ধে একটি মামলা দায়েরের পর সোমবার (১২ ফেব্রুয়ারি) আদালতে সোপর্দ করা হয়েছে। সে দীর্ঘদিন যাবত মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে।
মেসেঞ্জার/বাসার/আপেল