ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

অপহরণের ৪ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪২, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

অপহরণের ৪ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

ছবি: মেসেঞ্জার

নাটোরের বাগাতিপাড়া থেকে অপহরণের চার দিন পর অপহরণ করা স্কুল ছাত্রীকে নাটোর শহর থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় অপহরণকারী অন্তর আহম্মেদ ও তাঁর বাবা আতাহার আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব ৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় কুমার জানান, বাগাতিপাড়ার রহিমানপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির ওই ছাত্রীকে স্কুল ও প্রাইভেট পড়তে যাওয়া-আসার সময় অভিযুক্ত অন্তর আহম্মেদ বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানালে অভিভাবকেরা অন্তরকে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে অন্তর আহমেদ।

এক পর্যায়ে গত ৮ ফেব্রুয়ারি সকালে ওই ছাত্রী বাড়ি থেকে বের হয়ে প্রাইভেট পড়তে যায়। পথে রহিমানপুর বাজারে পৌঁছালে অন্তরসহ আরও তিন থেকে চার জন জোর করে ওই ছাত্রীকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে চলে যায়। পরে জানা যায়, অন্তর ও তাঁর সহযোগিরা ওই ছাত্রীকে তুলে নিয়ে গেছেন।
অপহরণের ৪ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার

অপহরণকারী অন্তর আহম্মেদ ও তাঁর বাবা আতাহার আলীকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন
নাটোরের বাগাতিপাড়া থেকে অপহরণের চার দিন পর অপহরণ করা স্কুল ছাত্রীকে নাটোর শহর থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় অপহরণকারী অন্তর আহম্মেদ ও তাঁর বাবা আতাহার আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব ৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় কুমার জানান, বাগাতিপাড়ার রহিমানপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির ওই ছাত্রীকে স্কুল ও প্রাইভেট পড়তে যাওয়া-আসার সময় অভিযুক্ত অন্তর আহম্মেদ বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানালে অভিভাবকেরা অন্তরকে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে অন্তর আহমেদ।

এক পর্যায়ে গত ৮ ফেব্রুয়ারি সকালে ওই ছাত্রী বাড়ি থেকে বের হয়ে প্রাইভেট পড়তে যায়। পথে রহিমানপুর বাজারে পৌঁছালে অন্তরসহ আরও তিন থেকে চার জন জোর করে ওই ছাত্রীকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে চলে যায়। পরে জানা যায়, অন্তর ও তাঁর সহযোগিরা ওই ছাত্রীকে তুলে নিয়ে গেছেন।

এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে অন্তর আহমেদ ও তাঁর বাবা আতাহার আলীর নামসহ অজ্ঞাতদের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার পর পুলিশ আসামিদের গ্রেপ্তার এবং অপহরণ ছাত্রীকে উদ্ধারের জন্য র‌্যাব-৫ বরাবর আবেদন করেন। এরই প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের ও ছাত্রীর অবস্থান চিহ্নিত করা হয়। পরে গতরাতে শহরের বড়হরিশপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে অপহরণকারী বাবা ও ছেলেকে গ্রেপ্তার এবং তাদের হেফাজত থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারদেরসহ ওই ছাত্রীকে বাগাতিপাড়া থানায় সোপর্দ করা হয়।

মেসেঞ্জার/খাদেম/শাহেদ