ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

পৌরসভা নির্বাচন

মেয়র পদে ৬, কাউন্সিলর ৪৩ প্রার্থীর মনোনয়ন জমা

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২০:১১, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

মেয়র পদে ৬, কাউন্সিলর ৪৩ প্রার্থীর মনোনয়ন জমা

ফাইল ছবি

আগামী ৯ মার্চ পটুয়াখালী পৌরসভা নির্বাচন। গত ২৪ জানুয়ারি বিভিন্ন পৌরসভার নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন কর্তৃক পটুয়াখালী পৌরসভার মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে নির্বাচনের উদ্দেশ্যে গত ২৪ জানুয়ারীর গণবিজ্ঞপ্তি মোতাবেক পটুয়াখালী পৌরসভায় আজ ১৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়।

তারই ধারাবাহিকতায় আজ মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে মেয়র পদে ৬ জন। এছাড়াও ৯ টি ওয়ার্ডে সাধারণ আসনের কাউন্সিলর পদে ৪৩ জন ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে পটুয়াখালীর সিনিয়র জেলা নির্বাচন অফিসার খাঁন আবু শাহানুর খাঁন এ তথ্য নিশ্চিত করেন। 

এছাড়া তিনি আরও জানান, আগামী ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই, ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল এবং ১৯ থেকে ২০ ফেব্রুয়ারি আপিল নিষ্পত্তি। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি।২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ ও আগামী ৯ মার্চ সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হবে বলে জানান তিনি৷ 

নির্বাচন অফিস সূত্র জানায়, বর্তমানে পটুয়াখালী পৌরসভায় মোট ভোটার ৫০,৬৯৯ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২৩,৯৪৭ জন ও মহিলা ভোটার ২৬,৭৫০ এবং দু’জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

একন নারী সহ মেয়র পদে মনোনয়নপত্র জমা দেয়া মোট ৬ প্রার্থী হলেন- পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ডাঃ মোঃ শফিকুল ইসলাম, পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ এনায়েত হোসেন, পটুয়াখালী পৌরসভার বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ, নাসির উদ্দিন খান, আবুল কালাম আজাদ ও মারজিয়া আখতার। 

মেসেঞ্জার/ মানিক/শাহেদ