ঢাকা,  সোমবার
০৬ মে ২০২৪

The Daily Messenger

বরগুনার ৪১টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে ১৪ হাজার ৪৪৬ শিক্ষার্থী

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০১, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

বরগুনার ৪১টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে ১৪ হাজার ৪৪৬ শিক্ষার্থী

ছবি : মেসেঞ্জার

বরগুনার ৪১ টি পরীক্ষা কেন্দ্রে এবার ১৪ হাজার ৪৪৬ জন এসএসসি সমমানের শিক্ষার্থী। মহামারী করোনার কারণে চার বছর পর আবারও পূর্ণাঙ্গ সিলেবাসে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শুরু হয়েছে এসএসসি সমমানের পরীক্ষা।

এবার এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) দাখিল (ভোকেশনাল) বরগুনায় পরীক্ষায় ৪১টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১৪ হাজার ৪৪৬ জন।

২৩টি কেন্দ্রে এসএসসিতে ৯৫৮৩ জন, ৯টি মাদ্রাসায় দাখিলে ৩৭৪৯ জন ৯টি ভোকেশনালে ১১১৪ জনসহ মোট ১৪ হাজার ৪৪৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।

এদিকে এসএসসি সমমানের পরীক্ষা উপলক্ষ্যে গত ১৩ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত এলাকার সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে।

জালিয়াতি এবং প্রশ্নপত্র ফাঁস রোধে এ বছর শুরু হয়েছে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে প্রশ্নের সেট কোড সরবরাহ। এতে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা। এছাড়া প্রতিটি কেন্দ্রের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট একজন ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে।

ট্যাগ অফিসার ট্রেজারি বা থানা হেফাজত থেকে কেন্দ্রসচিবসহ প্রশ্ন বের করে পুলিশি পাহারায় সব সেট প্রশ্নপত্র কেন্দ্রে নিয়ে যান। তারপর পরীক্ষা শুরু হওয়ার ২৫ মিনিট আগে প্রশ্নের সেট কোড ঘোষণা করা হয়। সে অনুযায়ী কেন্দ্রসচিব, ট্যাগ অফিসার পুলিশ কর্মকর্তার স্বাক্ষরে প্রশ্নপত্রের প্যাকেট খোলা হয়।

মেসেঞ্জার/হিমাদ্রি/আপেল

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700