ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

আদিবাসী নারীকে শ্লীলতাহানির অভিযোগে পুলিশ কর্মকর্তা ক্লোজড 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০০, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

আদিবাসী নারীকে শ্লীলতাহানির অভিযোগে পুলিশ কর্মকর্তা ক্লোজড 

ছবি: মেসেঞ্জার

সিরাজগঞ্জের তাড়াশে মাদক উদ্ধারে তল্লাশির নামে এক আদিবাসী গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে তাড়াশ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সন্তোষ কুমারকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। 

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য জানান।

জানা যায়, অভিযুক্ত ওই এএসআই সন্তোষ কুমার গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) রাতে উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের গুড়পিপুল যশাইপাড়া গ্রামের এক গৃহবধূর নিজ ঘরে প্রবেশ করে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ ঘটনায় বিচার দাবি করে ওই গৃহবধূ বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এমন অভিযোগ তোলেন। 

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মাদক তল্লাশির নামে শ্লীলতাহানির অভিযোগে এএসআই এর বিরুদ্ধে সংবাদ প্রকাশ হওয়ায় বিষয়টি জেলা পুলিশ সুপারের নজরে আসে। বিষয়টি আমলে নিয়ে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল সংশ্লিষ্ট থানার অতিরিক্ত পুলিশ সুপারকে বিষয়টি সরেজমিন তদন্তের নির্দেশে দিয়েছেন। বিষয়টি তদন্ত চলছে বলে তিনি জানান।

মেসেঞ্জার/আদিত্য/শাহেদ